অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে রাজ্যসভায় মনোনীত সদস্য হিসাবে নিয়ে যাচ্ছে বিজেপি। নভজ্যোত সিং সিধুর ইস্তফা দেওয়া আসনে মনোনীত করা হল রাজ্য বিজেপির এই মহিলা নেত্রীকে। সাহিত্য, খেলা, সিনেমা সহ নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত ১২জনকে মনোনীত করা হয় রাজ্যসভায়।অধিকাংশরাই সরকারের ঘনিষ্ঠ হন। কেউ কেউ রূপার মত দলের ঝান্ডাধারীও বটে।