৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর থেকে ব্যাঙ্কে টাকা বদল ও জমা দেওয়ার হুড়োগুড়ি পড়ে গিয়েছিল। এখন বাতিল নোট জমা নিলেও বদল বন্ধ করে দিয়েছে ব্যাঙ্ক। ১০ থেক ২৭ নভেম্বর পর্যন্ত ৩৩ হাজার ৯শো ৪৮ কোটি টাকার নোট বদল করা হয়েছে। ব্যাঙ্কে জমা পড়েছে ৮ লক্ষ ১১ হাজার ৩৩ কোটি টাকা। আর atm সহ নানাভাবে ব্যাঙ্ক থেকে তোলা হয়েছে ২লক্ষ ১৬হাজার ৬১৭ কোটি টাকা। এই তথ্য প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।