দিল্লির চালকবিহীন মেট্রো ট্রেনের পরীক্ষামূলক দৌড়ে বিপত্তি। শুক্রবার চালকবিহীন ম্যাজেনটা লাইনে দুটি ট্রেন একই লাইনে এসে পড়ে। যদিও কেউ জখম হননি। হতে পারত বড় দুর্ঘটনা । দুর্ঘটির্দেনার রুটিন তদন্তের নির্দেশ দিয়েছে মেট্রো। যদিও কোনদিনই হয়তো যাত্রীরা জানতে পারবেন না এই দুর্ঘটনার জন্য দায়ী কে।