আজব কাণ্ড! প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড়ের বদলে নেওয়া হচ্ছে সাধারণ প্রাপ্ত বয়স্কদের টিকিট মূল্যের প্রায় ৩গুন। অন্তত সরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া এমনটাই করেছে। বিজনেজ স্ট্যান্ডার্ডে প্রকাশিত হয়েছে এই আজব খবর। কর্তৃপক্ষের যুক্তিও বোধগম্য হয়নি। পুরো রিপোর্টির জন্য বিজনেজ স্ট্যান্ডার্ড পড়ুন।