সরকারের প্রস্তুতির অভাব রয়েছে অচল নোট ইস্যুতে অর্থমন্ত্রীকে খোঁচা দিলেন দলের নেতা তথা রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। এক বিদেশি সংবাদ সংস্থাকে হার্ভার্ড ফেরত এই অর্থনীতিবিদ জানিয়েছেন লন্ডনের যে সংস্থার কাগজে ভারতের নোট ছাপা হয় তারা নাকি পাকিস্তানকেও নোট ছাপতে কাগজ সরবরাহ করে। ফলে সহজেই নোট জাল হতে পারে। আগের সরকারের আমলে করা এই চুক্তির কোন বদল ঘটানো হয়নি এখনও।সুযোগ পেলে অরুণ জেটলিকে খোঁচা মারতে ছাড়েন না স্বামী। কিছুদিন আগে দাবি করেছিলেন জেটলির থেকে ভাল অর্থমন্ত্রী হতেন তিনি।