মদন মিত্রের জামিন বহাল রাখল কলকাতা হাইকোর্ট। আলিপুর আদালত থেকে মদন মিত্রকে জামিন দেওয়া হয়। এই জামিন খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টে যায় সিবিআই। সেই প্রেক্ষিতেই হাইকোর্টে জামিন বহাল রাখার নির্দেশ দিল। তবে প্রশ্ন উঠছে সারদা কেলেঙ্কারির তদন্তে কোন অগ্রগতি সিবিআই দেখাতে পারছে না অথচ তারা মদন মিত্রের জামিনের বিরোধিতা করছে। বিষয়টা নজর ঘোরানোর জন্য নয়তো?