মালকানগিরিতে ৩০ মাওবাদীর নিহত হওয়ার প্রতিবাদে জার্মানির বার্লিন-নিউকোলনে প্রতিবাদ সভা মাওবাদী সমর্থকদের। জনা ২৫ মাওবাদী সমর্থক ব্যানার ও হ্যান্ড মাইক নিয়ে মালকানগিরির ‘গণহত্যার’ প্রতিবাদ করে জানান দিলেন সিপিআই মাওবাদীদের পাশে সেদেশের মাও সমর্থকরা অন্তত রয়েছেন।
সূত্রঃ REDSPARK