রাজ্য জুরে শিশু পাচার চক্রের রমরমা চললেও তাতে শিশু ও নারী কল্যান দপ্তরের দায় মানতে বিভাগীয় মন্ত্রী শশী পাঁজা না চাইলেও,সিআইডির তদন্তকারী অফিসাররা কিন্তু মনে করছেন এই দপ্তরের সক্রীয়তার অভাবেই শিশুপাচারের ব্যবসা এমন প্রবল আকার ধারন করেছে।বুধবার একটি সংবাদ মাধ্যম নির্দিষ্ট সূত্র মারফত পাওয়া রিপোর্টে প্রকাশ করেছে সিআইডির তদন্তকারী আধিকারীকরা মনে করছেন সরকারী স্বাস্থ্যপরিষেবার যুক্ত বেশ কিছু প্রভাবশালী কর্তা ব্যক্তির হাত রয়েছে এই পাচার কান্ডের পেছনে।এদের রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির কারণে এদের বিরুদ্ধে কতটা ব্যবস্থা নেওয়া সম্ভব হবে তা নিয়েও তদন্তকারী অফিসাররা সন্দহান বলে রিপোর্টে প্রকাশ।আর এই পরিপ্রেক্ষিতেই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর দায় এড়িয়ে যেতে চাওয়ার বিষয়টি বিশেষ চর্চায় এসেছে।রাজ্য জুরে যে পাচার চক্র তাতে প্রশাসনিক ব্যর্থতার দায় এড়িয়ে গেলে যে বিষয়টার গুরুত্বই কমে যায় তা সিআইডির তদন্তকারী অফিসাররা মানলেও নেতারা মানতে চাইছেন না।এতবড় একটা বিষয় নিয়ে বিরোধী আন্দোলনও না থকায় গোটা বিষয়টা ধামাচাপা পড়ে যাবে কী না তা নিয়েও আশঙ্কা থাকছে।