৯০ বছর বয়সে মারা গেলেন ফিদেল কাস্ত্রো। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার কাস্ত্রোর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার ভাই রাহুল কাস্ত্রো। ২০০৮ সাল থেকে দেশ চালাচ্ছেন তার ভাই রাহুল। আন্তর্জাতিক স্তরে বিপ্লবী শিবিরে একসময় যথেষ্ট জনপ্রিয় ছিলেন ফিদেল কাস্ত্রো। ১৯৫৯ সালের কিউবা বিপ্লবের এই নেতা। তাঁকে হত্যার একাধিক মার্কিন প্রয়াস যেমন ব্যর্থ হয়েছে তেমনই সময়ের সঙ্গে সঙ্গে কিউবার বিপ্লবী মেজাজেও কমেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সময় সম্পর্কের শীতলতাও কিছুটা কেটেছে। ঘরের কাছে একটা সমাজতান্ত্রিক দেশের উপস্থিতি মার্কিন সরকারের না পসন্দ বরাবরই। এখন দেখার কাস্ত্রোহীন কিউবার সঙ্গি ট্রাম্প জমানার সম্পর্কটা ঠিক কী দাঁড়ায়।