ইদানিং ছোট ছবির ভাল চল হয়েছে। করপোরেট অনুদানে বানান এই ছবিগুলির বেশ কয়েকটি দেখার মত। এরকমই একটি ছবি হল চাটনি(Chutney)। স্বামীর সঙ্গে অন্য মহিলার সম্পর্কে কথা জেনে ফেলেন এক গৃহবধূ। ওই গৃহবধূর কাছ থেকে রান্না শেখার আগ্রহ প্রকাশ করেন ওই মহিলা। কী করে চাটনি বানাতে হয় তা জানান ওই বধূ। বাকিটা youtube দেখে ফেলুন। ভাল লাগবে।