এবার থেকে সিনেমা হলে গিয়ে ছবি দেখতে হলে জাতীয় সঙ্গীত বাজানোর সময় উঠে দাঁড়াতে হবে। শো শুরু হওয়ার আগে দেশের সব হলেই জাতীয় সঙ্গীত বাজান বাধ্যতামূলক , নির্দেশ সুপ্রিম কোর্টের। সর্বোচ্চ আদালত মনে এর মাধ্যমে জনসাধরণ মাতৃভূমির প্রতি তাদের ভালবাসা প্রকাশ করবেন। কিন্তু প্রশন উঠছে জাতীয় সঙ্গীত বাজানোর সঙ্গে দেশকে ভালবাসা কি সত্যি যুক্ত? দেশের প্রতি ভালবাসা মানে কি হলে গিয়ে জাতীয় সঙ্গীত বাজানোর সময় দাঁড়িয়ে থাকা?