sskm এ ফের আগুন

0
12

ফের sskm হাসপাতালে আগুন। সোমবার সকালে আগুন লাগে রোনাল্ড রস বিল্ডিংয়ের ষষ্ঠ তলায়। আগুন বড় হলেও কেউ আহত হননি। আতঙ্ক তৈরি হলেও দমকলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। যেহেতু কেউ মারা যাননি ফলে এতবড় বিষয়টি তেমন একটা হৈচৈ হবে না। অল্প কিছুদিনের মধ্যেই ধামাচাপা পড়ে যাবে। আগুন লাগার কারণ  গাফিলতি বা উদ্যেশ্যপ্রণোদিতের থেকে  শর্টসার্কিট  হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ এর দায় কারো হয় না।  কিছুদিন আগেই মালদহ হাসপাতালে আগুন লাগে। কয়েকজন মারাও যান। amri অগ্নিকাণ্ডের কথা এখনও রাজ্যবাসী ভোলেননি। অথচ sskm এর মত হাসপাতালে আগুন লাগছে বারবার। প্রশাসন ঠিক কী করছে বোঝা মুশকিল। আর এরাজ্যে মুখ্যমন্ত্রীকে সচারচর কেউ এইসব অপ্রিয় প্রশ্ন করার সাহস দেখান না।