আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম যখন তলানিতে এসে ঠেকে ছিল ,৪০ ডলারের নীচে,তখন তার সুফল পায়নি এদেশের জনগণ। আবার নাকি বিশ্ববাজারে বাড়তে চলেছে জ্বালানী তেলের দাম। কারণ ওপেকভুক্ত দেশগুলি দৈনিক ১২ লক্ষ ব্যারেল তেল উত্পাদন কম করার সিদ্ধান্ত নিয়েছে। একটি বাণিজ্যিক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী দেশের বাজারে পেট্রলোর দাম হতে পারে লিটারপিছু ৮০ টাকা ডিজেল ৬৮টাকা। এখন প্রতি ব্যারেল জ্বালানী তেলের দাম চলছে ৫৫ ডলারের কাছাকাছি। অথচ বছর দুয়েক আগেই তা ছিল ১১৫ ডলার প্রতি ব্যারেল। অথচ বিশ্ববাজারে তেলের দাম কম হওয়ায় এর সুবিধা পাওয়ার কথা ছিল জনসাধরণের। কিন্তু এদেশে তা হয়নি। এবার যখন বিশ্ববাজারে তেলের দাম চড়ছে তখন তেল কোম্পানিগুলি ১৫ দিন অন্তরই তেলের দাম বাড়ানোর অজুহাত খুঁজবে। একেই রয়েছে নোট যন্ত্রণা তার উপর তেলের ছিটে।