সাধারণ গ্রাহক যখন ব্যাঙ্কে বা ATM এ ঘন্টার পর ঘন্টা লাইন দিয়েও টাকা পাচ্ছেন না তখন কোথাও উদ্ধার হচ্ছে একসঙ্গে প্রায় ৬ কোটি টাকার নতুন নোটের তাড়া কোথাও বা ১০ লক্ষ টাকার ২০০০ টাকার নোট।। এর সঙ্গে যে ব্যাঙ্ক আধিকারিকদের একটা অংশের যোগ আছে তা স্পষ্ট। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে এই সব বেনিয়মের জেরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ২৭ জন ব্যাঙ্ক আধিকারিককে সাসপেন্ড করল অর্থ মন্ত্রক। কিন্তু বেসরকারি ব্যাঙ্ক বাদ কেন? কিন্তু শুধু কয়েকজন অফিসারদের সাসপেন্ড করলেই কি হবে? ব্যাঙ্কের উচুতলার মাতব্বর ও শাসকদলের নেতাদের যোগ ছাড়া কি এতবড় ধরনের বেনিয়ম সম্ভব?