vvip হেলিকপ্টার কেলেঙ্কারির জেরে বিমানবাহিনীর প্রাক্তন প্রধান এসপি ত্যাগীকে গ্রেফতার করল CBI। অভিযোগ ৩৬০০ কোটি টাকা হেলিকপ্টারের বরাত দেওয়াকে কেন্দ্র করে এদেশের নেতা সহ কয়েকজনকে ঘুষ দিয়েছিল অগস্টা ওয়েস্টল্যান্ড । অভিযোগ এই কেলেঙ্কারিতে জড়িত বিমান বাহিনীর প্রাক্তন প্রধান এসপি ত্যাগী ও তার আত্মীয়। ত্যাগীর বিরুদ্ধে অভিযোগ হেলিকপ্টারের উড়ানের উচ্চতার সীমা ৬০০০ মিটার থেকে কমিয়ে ৪৫০০ মিটার করে দেন। এর পরই বরাতের যোগ্যতা নির্নায়ক মাপকাঠিতে জায়গা করে নেয় অগস্টা। UPA জমানায় ভিভিআইপিদের চড়ার জন্য ১২টি হেলিকপ্টার কেনার জন্য চুক্তি করা হয়। চুক্তি বাতিল হয়ে যায় ২০১৪ সালেই। যদিও অগস্টার হেলিকপ্টার কিনেছে ছত্তিশগড়ের বিজেপি সরকারও। সেখানেও দালালির বিষয়টি সামনে এসেছে। যদিও সেদিকে নজর দিতে নারাজ CBI। সেনা বাহিনীর একটি অংশের প্রধান ঘুষের কারণে গ্রেফতার হলেন। এদেশে সেনাবাহিনীর সরঞ্জাম কেনাকাটায় ঘুষের খেলা যে চলে তা সবার জানা। সেই খেলায় যে সেনার বড় বড় অফিসাররাও জড়িত থাকেন তা কারো অজানা নয়। তবুও সেনাবাহিনী সম্পর্কে কোন প্রশ্ন করা মানেই নাকি দেশপ্রেমে আঘাত করা। সত্যি কি তাই!