RSS এর সভায় সারদায় জেলবন্দি মনোরঞ্জনা কী করছিলেন?

রোজভ্যালিকাণ্ডে তাপস পালের গ্রেফতারিতে বিজেপির আহ্লাদ খুব! কিন্তু সত্যি কি চিটফান্ডের সঙ্গে দলের কোন যোগ নেই? শুধু যে গুজরাট বা বিজেপি শাসিত রাজ্যেই চিটফান্ড টাকা তুলেছে তা নয় সারদাকাণ্ডে জেলবন্দি ( হাসপাতাল বন্দি!) মনোরঞ্জনা সিং ২০১৩ সালের নভেম্বরে নাগপুরে হাজির ছিলেন আরএসএসের সভায়। সেই সভায় মনোরঞ্জনার সঙ্গে ছিলেন মোহন ভাগবত ও নীতিন গাডকড়িও। তাই চিটফান্ডের শিকড় যে কত গভীরে তা আমরা অনেকেই বুঝতে পারছি না। শুধু সারদা- রোজভ্যালি নয় , সাহারা অ্যালেকেমিস্ট পিএসিএল সহ কয়েকশো চিটফান্ড রয়েছে দেশজুড়ে। কে বলতে পারে এদের মাথার উপর রয়েছে একটা সিন্ডিকেটের হাত ? এই অদৃশ্য মাথাকে খুঁজে বার করা জরুরি। তা না হলে একটা চিটফান্ড বন্ধ হবে অন্য নামে খুলবে আরেকটা। আর আমরা সিবিআই তদন্ত নিয়েই আলোচনা করে যাব।

সৌজন্যে NAGPUR TODAY

,