RSS এর সভায় সারদায় জেলবন্দি মনোরঞ্জনা কী করছিলেন?

0
7

রোজভ্যালিকাণ্ডে তাপস পালের গ্রেফতারিতে বিজেপির আহ্লাদ খুব! কিন্তু সত্যি কি চিটফান্ডের সঙ্গে দলের কোন যোগ নেই? শুধু যে গুজরাট বা বিজেপি শাসিত রাজ্যেই চিটফান্ড টাকা তুলেছে তা নয় সারদাকাণ্ডে জেলবন্দি ( হাসপাতাল বন্দি!) মনোরঞ্জনা সিং ২০১৩ সালের নভেম্বরে নাগপুরে হাজির ছিলেন আরএসএসের সভায়। সেই সভায় মনোরঞ্জনার সঙ্গে ছিলেন মোহন ভাগবত ও নীতিন গাডকড়িও। তাই চিটফান্ডের শিকড় যে কত গভীরে তা আমরা অনেকেই বুঝতে পারছি না। শুধু সারদা- রোজভ্যালি নয় , সাহারা অ্যালেকেমিস্ট পিএসিএল সহ কয়েকশো চিটফান্ড রয়েছে দেশজুড়ে। কে বলতে পারে এদের মাথার উপর রয়েছে একটা সিন্ডিকেটের হাত ? এই অদৃশ্য মাথাকে খুঁজে বার করা জরুরি। তা না হলে একটা চিটফান্ড বন্ধ হবে অন্য নামে খুলবে আরেকটা। আর আমরা সিবিআই তদন্ত নিয়েই আলোচনা করে যাব।

সৌজন্যে NAGPUR TODAY