উপর তলার দুর্নীতির কারণে কার্যত না খেয়ে থাকার bsf জওয়ানের ভিডিও ভাইরাল হতেই তদন্তের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ওই জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় কর্মরত জওয়ান ফেসবুকে পোস্ট করা ভিডিওতে জানিয়েছেন কার্যত খালি পেটে শুতে যান তারা। ডালের নামে হলুদ গোলা জল দেওয়া হয় তাদের। ওই জওয়ান জানিয়েছেন সরকার সব কিছুই পাঠায় কিন্তু উপর তলার সেনা আধিকারিকরা জা চুরি করে নেয়। সেনা অফিসারদের চুরির খবর নতুন নয়. তবে কোন জওয়ান সাহস করে সামনে নিয়ে আসার ঘটনা সাম্প্রতিক সময় এই প্রথম।