প্রাক্তন নিউজ এক্স মিডিয়ার মালিক পিটার মুখার্জি প্রথমে জানিয়েছিলেন শিনা বোরা খুনের বিষয় তিনি কিছুই জানতেন না। অবশেষে শিনা খুনের মামলায় মা, ইন্দ্রাণীর সঙ্গে তাঁর সত্ পিতা পিটারের বিরুদ্ধেও আদালতে খুনের চার্জ আনল CBI। ৫ বছর আগে শিনাকে খুন করা হয়। ইন্দ্রাণীর গাড়ির চালক শ্যামবীর রাইকে অন্য একটি অভিযোগে গ্রেফতার করে পুলিস। ঘটনাচক্রে জানা যায় শিনার খুনের ঘটনা। ২০১২ সালের এপ্রিলে শিনাকে তার মা ও ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব মিলে খুন করে বলে অভিযোগ। ২০১৫ সালে উদ্ধার হয় শিনার দেহ।