৯৯৯ থেকে ১৫০০ টাকার মধ্যে ৪জি VOLTE ফোন আনার পরিকল্পনা করছে রিলায়েন্স জিও। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই দুটি ৪জি ফোনের মাধ্যমে অল্পদামের ফোন ব্যবহারিকারীদেরও গ্রাহক হিসাবে পেতে চাইছে জিও।তবে ঠিক কবে তা বাজারে আসবে সেই সময় এখনও নির্দিষ্ট করা হয়নি। ৩১ মার্চ অবধি ডেটা ও টক টাইম বিনামূল্যে তার গ্রাহকদের দিচ্ছে জিও।