ফের বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে ইনফোসিসের নিরাপত্তা। সংস্থার পুণের দফতরের মধ্যে খুন হলেন ২৫ বছরের এক মহিলা কর্মী। নিহত রসিলা রাজু সংস্থার অন্যতম সিস্টেম ইঞ্জিনিয়ার ছিলেন। অভিযুক্ত সংস্থার নিরাপত্তারক্ষী ভবেন শইকিয়াকে গ্রেফতার করেছে পুলিস। মিডিয়া রিপোর্ট অনুযায়ী রসিলাকে উত্তক্ত করল ওই নিরাপত্তরক্ষী। রবিবার দফতর ফাঁকা থাকার সুযোগে রসিলাকে খুন করে সে। কিন্তু প্রশ্ন হচ্ছে এতবড় সংস্থার নিরাপত্তা ব্যবস্থা এত ঢিলেঢালা কী করে হয়। প্রায় খালি অফিসে যখন এক মহিলা কর্মী কাজ করছেন তাঁর নিরাপত্তার বিষয় বিশেষ নজর দেওয়ার দায় কি ইনফোসিসের ছিল না?