BCCIকে পরিচালনা করার জন্য ৪ সদস্যদের কমিটি গঠন করে দিল সুপ্রিম কোর্ট। কমিটির মাথায় রাখা হয়েছে ভারতের প্রাক্তন কম্পটোলার অ্যান্ড অডিটর জেনারেল বা CAG এর প্রাক্তন প্রধান বিনোদ রাইকে।কমিটিতে থাকছেন ইতিবাসবিদ রামচন্দ্র গুহ, ভারতের মহিলা ক্রিকেট টিমের প্রাক্তন প্রধান ডায়েনা ইডুলজি ও IDFC এর অধিকর্তা বিক্রম লিমাইয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা জন্য আগেই বোর্ডের সভাপতি পদ থেকে বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুরকে বরখাস্ত করে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে বোর্ডের সচিব পদ থেকেও অজয় সিরককে সরিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। এখন প্রশ্ন একটাই লোঢা কমিটির সুপারিশ কার্যকর হলে ফিরবে কি ভারতীয় ক্রিকেটে স্বচ্ছতা।