বুধবার( ২২ ফেবঃ) সপরিবারে তিরুমালা মন্দিরে গিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। উপলক্ষ্য তেলেঙ্গানা রাজ্য গঠনের মানতপূর্তি। ব্যক্তিগতভাবে মানত করা পূরণ হবে জনগণের করের টাকায়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রায় সাড়ে ৫ কোটি টাকার সোনার গয়না মন্দিরে দান করলেন কেসিআর। এটাই প্রথম নয় । এর আগেও একাই উদ্দেশ্যে ওয়ারঙ্গলের মন্দিরে প্রায় সাড়ে ৩ কোটি টাকার গয়না দান করেন তিনি। এছাড়াও সরকারি অর্থে বিভিন্ন মন্দিরে দানধ্যান করেই চলেছেন কেসিআর। এখানেই শেষ নয় সরকারি অর্থের নজিরবিহীন অপব্যয়ের অভিযোগ উঠেছে কেসিআরের বিরুদ্ধে। গত নভেম্বর মাসে নিজের থাকার জন্য যে প্রাসাদ তৈরি করেছেন তার খরচ হয়েছে প্রায় ৫০ কোটি। অফিসারদের থাকার একাধিক ঘরের সঙ্গে রয়েছে ২৫০ আসনের একটি হলও।
সৌজন্যে ndtv