গ্রাহকদের সর্বনাশ হলেও cesc এর পৌষ মাস। অস্বাভাবিক বিদ্যুত বিলে যখন নাজেহাল cesc এর গ্রাহকরা সেই সময় cesc এর নিট মুনাফা বাড়ল । গত বছরের তুলনায় ২০১৫-১৬ আর্থিক বছরে cesc এর মুনাফা বেড়েছে ৫ শতাংশ। টাকার অঙ্কে cesc এর মুনাফা দাঁড়িয়েছে ১৫২ কোটি টাকায়। শেয়ারের বাজার মূল্য বেড়েছে প্রায় দ্বিগুন।
তথ্য সূত্র bs