হিন্দি ছবিতে দারিদ্রের সঙ্গে মোকাবিলা করতে করতে ডন হয়ে ওঠার কাহিনী নতুন নয়। সেদিক থেকে দেখলে শাহরুখ – নওয়াজ অভিনীত রইস নতুন কিছু নেই। কিন্তু যেটা নতুন তা হল কাহিনীর পৃষ্ঠভূমি হিসাবে গুজরাটকে বেছে নেওয়া। সেখানে মদ নিষিদ্ধ থাকলেও বাস্তবটা মদের কারবার কীভাবে চলে তার একটা আংশিক ছবি তুলে ধরা হয়েছে রইসে ? রাজনৈতিক নেতাদের সঙ্গে মদের মাফিয়াদের আঁতাতের এক ঝলক পাওয়া যায় ছবিতে। রোম্যান্টিক নায়ক হিসাবে এই ছবিতে শাহরুখ অত্যন্ত বেমানান। অন্যদিকে ততটাই ফাটাফাটি জাঁদরেল পুলিস অফিসারের ভূমিকায় নওয়াজউদ্দিন সিদ্দিকি। যদিও ছবির শুরুতে বলা হয়েছে পুরোটাই কাহিনী ও চরিত্ররা সবাই কাল্পনিক। এর সঙ্গে বাস্তবের কোনমিল নেই। সত্যি কি তাই!