লালবাজার পুলিস লকআপে মারধরের জেরে ২০ বছরের যুবক ফারদিন খানের মৃত্যুর যে অভিযোগ উঠেছে তা তদন্ত করবে CID। পরিবারের অাবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মোবাইল চুরির অভিযেগ ২০ বছরের যুবক ফারদিনকে গ্রেফতার করে পুলিস। জেল হেফাজতে থাকাকালীন ১৮ নভেম্বর লালবাজার লকআপে আনা হয় তাকে। সেই সিন সন্ধেতে তার শারীরিক অবস্থা খারাপ হলে ভর্তি করা হয় SSKM। পরিবারের অভিযোগ লালবাজার লকআপে মারের জেরেই মৃত্যু হয় ওই যুবকের।