সাহারা কর্ণধার সুব্রত রায়ের পুণের অ্যাম্বি ভ্যালি আবাসন বাজেয়াপ্ত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আমানতকারীদের মূল ১৪ হাজার ৭৯৯ কোটি টাকা পাওনা( সুদে আসলে প্রায় ৪০ হাজার কোটি টাকা) সেবির কাছে এখনও জমা দেয়নি সংস্থা। মায়ের মৃত্যুর পর গত বছর মে মাসে ২ সপ্তাহের জন্য প্যারলো মুক্তি দেওয়া হয় সুব্রত রায়কে। সেই প্যারোলের সময়সীমা এখনও বেড়েই চলেছে। মাঝে মধ্যে সুব্রত রায়কে তিরস্কার করে সুপ্রিম কোর্ট। ওই পর্যন্তই।