বাজে কারণে ফের খবরে সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যয়। এক ফুটবল ম্যাচ দেখার সময় তোলা ছবি পেস্টবুকে পোস্ট করার পর এক ব্যক্তি প্রশ্ন করেন এক বামপন্থী সাংসদ হয়ে অ্যাপলের হাতঘড়ি( ৫০ হাজারি) ও ১৫ হাজার টাকার পেন তিনি ব্যবহার করেন কী করে? এতেই চটে গিয়ে ওই ব্যক্তির কোম্পানিকে চিঠি লিখে তাঁর চাকরি খেয়ে নেওয়ার উদ্যোগী হন ঋতব্রত। খবর মিডিয়ায় জানাজানি হতেও অস্বস্তিতে দল। কিন্তু শুধু ঋতব্রত নয় দলের একাধিক নেতারই বিলাসবহুল জীবনযাপনের কথা শোনা যায়। এক পলিটব্যুরো নেতা নাকি কোন উইনিয়নের সভায় গেলে ভাল হোটেল ছাড়া থাকতে রাজি হননা। কেরলে সম্প্রতি সিপিএমের বৈঠকও হয়েছে এক পাঁচতারা হোটেল। ফলে ঋতব্রত ব্যতিক্রম তাভাবার কারণ আছে কি?