নোট বাতিলের বিরোধিতা করে মুখ্য খুললেন স্কুটার নির্মাতা সংস্থার কর্ণধার রাজীব বাজাজ। ন্যাসকমের একসভায় রাজীব বলেন নোট বাতিলের বিষয়টি কার্যকর করায় সময় গলদ ছিল বললে হবে না গোটা সিদ্ধান্তটাই ভুল ছিল বলে মনে করেন তিনি। অবশ্য অন্য একটি কারণে সরকারের উপর খ্যাপ্পা বেজায় চটেছেন রাজীব। অনেকেই বলছেন নোট বাতিল ইস্যুতে রাজীবের মন্তব্যের পিছনে রয়েছে বাজাজের তৈরির ৪ চাকার ছোট গাড়ির অনুমোদন না মেলা। তৈরির ৫ বছর পরও সরকার অনুমোদন না দেওয়ায় চটেছেন রাজীব। দেশীয় উদ্ভাবনকে গলাটিপে মারার জন্য লাল ফিতের ফাঁস কে দায়ী করে রাজীব কটাক্ষ করে বলেছেন এরাই মেড ইন ইন্ডিয়াকে ম্যাড ইন ইন্ডিয়ায় পরিণত করবে। বাজাজ অটোর ৪ চাকার ছোট গাড়ি( দাম দেড় ১লক্ষ টাকারও কম ) দুনিয়া সর্বত্র চললেও এদেশে অনুমোদন পায়নি। বিষয়টি সত্যি অদ্ভুত। কারন নিয়ন্ত্রণহীন ভাবে তৈরি হওয়া টোটো বিপজ্জনকভাবে রাস্তায় দৌড়চ্ছে সেখানে বাজারের অটো মার্কা ছোট গাড়ি কেন অনুমোদন পেল না?