শিশুদের জন্য বই লিখতে গিয়ে তিনি কখনও ভাবেননি তাঁকে এও কোন দিন লিখতে হবে। সেটাই তিনি লিখলেন। নিউইয়র্কের এমি ক্রাউস রোসেনথোল ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত। জীবনের শেষ সময় এসে তিনি তাঁর স্বামীর জন্য সঙ্গীনির সন্ধানে আবেগঘন এক বিবাহ প্রস্তাব লিখেছেন। ২৬ বছরের তাঁদের বিবাহজীবনের সুখ স্মৃতির কথা উল্লেখ করে মহিলা তাঁর স্বামীকে বিয়ে করার জন্য আবেদন জানিয়েছেন। উল্লেখ করেছেন তাঁর স্বামীর নানা গুনের কথা। তাঁর লেখা ভাইরাল হতেই পাঠকের চোখের জল নাকি বাধ মানছে না।