শনিবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় পুলিসের সঙ্গে সংঘর্ষে ৮ মাওবাদী নিহত । নিহত ২ পুলিসও। htতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আরানপুর পুলিস স্টেশনের অন্তর্গত বেরামপাড়া গ্রামে হওয়া এই সংঘর্ষে জখম হয়েছেন ২ পুলিস কর্মীও। গত সপ্তাহে সুকমায় টহলদার crpf বাহিনীর উপর অতর্কিতে মাওবাদীরা হামলা চালালে ১২জন জওয়ান নিহত হন।
ছবি ফাইল