প্রায় ২৮ বছর আগে এক ছাত্রনেতার খুনের জেরে মহারাষ্ট্রজুড়ে বন্ধ হয়ে যায় ছাত্র সংসদের নির্বাচন। ১৯৮৯ সালে ৫ অক্টোবর কলেজের বাইরে নৃশংসভাবে খুন করা হয় NSUI এর ছাত্র নেতা ওয়েন ডিসুজাকে। তাঁর শরীরে ৬৪টা ছুরির আঘাত ছিল। অভিযুক্ত হন ABVP এর এক ছাত্র নেতা পরাগ আলাভানি। পরাগের দাবি ওই ছাত্র নেতা নাকি অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিলেন। যদিও ওয়েনের পরিবার তা মানতে নারাজ। ২০০২ সালে তাঁকে বেকসুর খালাস দেয় আদালত। ওই খুনের পরই রাজ্যে বন্ধ হয়ে যায় ছাত্র সংসদের ভোট। তবে ২০১৫ সালে মহারাষ্ট্র বিশ্ববিদ্যালয় আইন ২০১৫ পাশ হওয়ার পর এই বছর ফের চালু হচ্ছে রাজ্যে ছাত্র সংসদের ভোট।
সূত্র NDTV24X7