নারদা স্টিং অপারেশনের CBI তদন্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট। CBI তদন্তে স্থগিতাদেশ চেয়ে রাজ্য সরকার ও তৃণমূলের করা আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে রাজ্য সরকারের তরফে করা আবেদনে কলকাতা হাইকোর্টের রায়কে পক্ষপাতদুষ্ট বলায় রাজ্য সরকারকে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। অন্যদিকে CBIকে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য সময়সীমা বাড়িয়ে ১ মাস করেছে সুপ্রিম কোর্ট। গত শুক্রবার(১৭ ফেব্রুয়ারি) নারদা স্টিংয়ের তদন্তভার CBIকে দেয় হাইকোর্ট।