ABVP এর চোখে ধুলো দিয়ে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় হাজির ‘দেশদ্রোহী’ সীমা আজাদ

0
25

ABVP এর হুমকির মধ্যে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেমিনারে ভাষণ রাখলেন সীমা আজাদ। দেশদ্রোহী  তকমা এটে আজাদকে বিশ্ববিদ্যালয় ঢুকতে বাধা দেবে বলে হুমকি দিয়েছিল  AVBP। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার রিপোর্ট অনুযায়ী শিখ মহিলার ছদ্মবেশে বিশ্ববিদ্যালয় ঢোকেন সীমা। শুক্রবার সীমাকে সেমিনারে আসা মানুষদের কাছে হরিয়ানা নারী মুক্তি মোর্চার সদস্য, কুরীতি হিসাবে পরিচয় দেওয়া হয়।  ১৪ মিনিটের সংক্ষিপ্ত ভাষণে সীমা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে মানুষকে পথে নামার ডাক দেন। ২০১২ সালে সীমা ও তাঁর স্বামীকে মাওবাদী তকমা এটে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিস। নিম্ন আদালত দুজনকে দেশদ্রোহী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা শোনায়। পরে  এলাহবাদ হাইকোর্ট থেকে জামিন পান সীমা ও তাঁর স্বামী বিশ্ববিজয়।

ছবি IE এর সৌজন্যে