JNU এ দলিত ছাত্রের আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশা

0
10

JNUতে দলিত ছাত্র মুথুকৃষ্ণাণের আত্মহত্যা নিয়ে ধোঁয়াশা কাটল না এখনও। ২৭ বছরের ইতিহাসের MPhil এর ছাত্র মুথুকৃষ্ণাণ আত্মহত্যা করেছেন বলে অনুমান করা হলেও কোন সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিস। বন্ধুর বন্ধ ঘরে সোমবার ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। মুথুকৃষ্ণাণ অবশ্য তাঁর শেষ ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ে  বৈষম্যের অভিযোগ করেছিলেন। মুথু লিখেছিলেন যেখানে সমান অধিকারকে অস্বীকার করা হয় , সেখানে সবকিছুই অস্বীকার করা হয়। JNUতে পড়তে আসার আগে হায়দরাবাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে MA করেছিলেন মুথুকৃষ্ণাণ। রহিত ভেমুলাও ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিলেন।