গরুর মাংস খাওয়ার কারণে মারধর করায় চোখ নষ্ট হতে বসেছে IIT madras এর phd এর এক ছাত্রের। সুরজ নামের ওই ছাত্রকে মঙ্গলবার ABVP এর ছাত্ররা বেধড়ক মারধর করে।হত্যার জন্য গবদি পশু কেনা নিষিদ্ধ করার কেন্দ্রর সিদ্ধান্তের প্রতিবাদে আম্বেদকর পেরিয়ার স্ট্যাডি সার্কেলের তরফে রবিবার গরুর মাংস খাওয়ার যে আয়োজন করা হয়েছিল তাতে যোগ দিয়েছিল সুরজ। এতেই ক্ষিপ্ত হয় ABVP