৩ তালাকে বিবাহ বিচ্ছেদ মুসলীম মহিলাদের অসম্মান হচ্ছে বলে সোচ্চার বিজেপি। অথচ ৪০০ কোটি টাকার মালেগাঁও পুরসভায় বিজেপির সব থেকে পরিচিত মুখ ডাঃ সাহিন সঈদ কিন্তু খোলাখুলি ভাবেই ৩ তালাকের পক্ষেই ওকালতি করলেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাহিন জানিয়েছন কোরান মতে করা বিবাহ বিবাহবিচ্ছেদ সব থেকে ভাল। ৮০ আসন বিশিষ্ট এই পুরসভা দখল করতে মরিয়া বিজেপি ৫৬টি মুসলীম সংখ্যাগরিষ্ঠে ওয়ার্ডের প্রচারে শুধুমাত্র মুসলীমদের দিয়েই প্রচার করাচ্ছে তারা।