সিপিআইএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তাঁর দল তিনমাসের জন্য সাসপেন্ড করায় দলের ভেতরেই কোন্দল শুরু হয়েছে বলে খবর।শুক্রবার দলের রাজ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই সিপিএমের অন্দরমহলের কোন্দল বাইরে আসতে থাকে।অনেকেই প্রশ্ন তোলেন তদন্ত কমিশনের রিপোর্ট পাওয়ার আগেই শাস্তি ঘোষণা কেন?অমিউনিষ্ট সুলভ জীবন যাপনের যে অভিযোগ ঋতব্রতের বিরুদ্ধে করা হয়েছে তা নিয়ে দলের ভেতরেই একাংশের প্রতিক্রিয়া আজকের বাস্তবতায় অকমিউনিষ্ট সুলভ জীবন যাপনের বিরুদ্ধে জেহাদ করতে চাইলে তো ঠক বাচতে গাঁ উজার হওয়ার অবস্থা হবে।দলে ঋতব্রতর পক্ষে অনেকেই মুখ খুলতে শুরু করায়,সূর্যকান্ত মিশ্ররা আপাতাত এটা দলের বিচারাধীন বিষয় বলে মন্তব্য এড়িয়েছেন।রুপা বাগচি,শমীক লাহিড়ী,ছাত্র নেতৃ মধুজা সেনরায় সহ একাধিক জন এই নিয়ে প্রকাশ্যে মত দিতে শুরু করায় বেশ বোঝা যাচ্ছে সিপিএমের অন্দরমহলের অবস্থাটাও যথেষ্ট সংকটজনক।