অঘটন না ঘটলে দেশের আগামী রাষ্ট্রপতি হচ্ছেন বিজেপির দলিত মোর্চার প্রাক্তন নেতা রামনাথ কোবিন্দ। এই রামনাথ কোবিন্দ হলেন সেই দুজন সাক্ষীর অন্যতম যারা আদালতে তেহলকা ঘুষকাণ্ডে অভিযুক্ত বাঙ্গারু লক্ষ্মণের তরফের সাক্ষী ছিলেন। আদালতে কোবিন্দ জানিয়েছিলেন যে তিনি বাঙ্গারু লক্ষ্ণণেকে গত ২০ বছর ধরে চেনেন ,একজন সত্ ব্যক্তি হিসাবেই। তবে ঘুষের ১ লক্ষ টাকা তিনি নিয়েছেন কি না তা বলা তার পক্ষে সম্ভব নয়। আদালত তেহেলকা CBI আদালতে চলা মামলায় ২০১২ সালে বাঙ্গারু লক্ষ্ণণকে দোষী সাব্যস্ত করা হয়। কোবিন্দ ছাড়া বাঙ্গারুর হয়ে বিজেপির আর কেউ আদালতে সাক্ষী দেননি।
সূত্র the wire