অবহেলা আর অব্যবস্থার অপর নাম বোধ হয় অ্যাপোলো হাসপাতাল। সোমবার সকালে অ্যাপোলের অপারেশন থেয়েটারে আগুন লেগে যায়। সেই সময় ওটি খালি থাকায় কেউ জখম হননি। তবে ঘটনাটি যে ভয়ঙ্কর তা মানতে নারাজ অ্যাপোলে কর্তৃপক্ষ। হাসাপাতালের ceo রানা দাশগুপ্ত মিডিয়াকে জানিয়েছেন ওটিতে ছোট একটা আগুন লেগেছিল তা হাসপাতালের কর্মীরাই নিভিয়ে দেন। পরিস্থিতি এখন স্বাভাবিক। অন্যদিকে দমকেলর তরফে জানান হয়েছে প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে। ২০১১ সালের ডিসেম্বরে ঢাকুরিয়ার অ্যামরি হাসপাতালে আগুন লেগে ৯০ জনের মৃ্ত্যুর পরও সরকারি বা বেসরকারি কোন হাসপাতালই তার থেকে শিক্ষা নেয়নি। আর রাজ্য সরকারের তরফে তদন্তের নির্দেশ দিয়েই আপাতত ব্যাপারটায় ইতি টানা হয়েছে।