২১ জুলাইয়ের মঞ্চ থেকে আগাগোড়া বিজেপিকে টার্গেট করলেন মমতা। বুঝিয়ে দিলেন বিজেপিকে হঠাতে আগামী লোকসভা নির্বাচনে বিরোধীদের জোটেই থাকবেন তিনি। সারদা -নারদা প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি শাসিত রাজ্যের বিভিন্ন দুর্নীতি( ব্যাপম, খনি কেলেঙ্কারি) প্রসঙ্গ টেনে আনেন মমতা। রাষ্ট্রপতি নির্বাচনে ক্রশ ভোটিংয়ের দায় এদিন সিপিএমের ঘাড়ে চাপিয়েছেন মমতা।
১৯৯৩ সালের যে ২১জুলাইকে স্মরণ করতে এই অনুষ্ঠান সেই ঘটনার তদন্ত কমিশনের রিপোর্টে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে বলে সভায় জানিয়েছেন মমতা। কিন্তু তত্কালীন স্বরাষ্ট্রসচিব তথা বর্তমানে দলের সাংসদ মণীশ গুপ্তর সেই দিনে কী ভূমিকা ছিল তা জানাননি মমতা। দোষীদের শাস্তির কথা বলা হলেও ঠিক কারা শাস্তি পাবেন তাও স্পষ্ট করেননি এদিন মমতা। রাজ্যে বিজেপির উত্থান সত্ত্বেও এদিনের উপচে পড়া ভিড় কিছুটা হলেও স্বস্তি দেবে তৃণমূল নেত্রীকে। এখন দেখার এদিনের পর মোদিভাই -দিদিভাই আঁতাত নিয়ে বিরোধীরা কী বক্তব্য রাখেন।