কলেজের নিজস্ব মূল্যায়নে শূন্য পাওয়ায় শিক্ষককে চড় মারার অভিযোগ উঠল এক ABVP ছাত্রনেতার বিরুদ্ধে। দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্সের ঘটনা। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অভিযোগ শুক্রবার কলেজের পার্কিংলটে এক শিক্ষককে চড় মারেন ছাত্র তথা ABVP নেতা প্রদীপ পোগাট। কলেজের অধ্যক্ষের অভিযোগ একটি ক্লাস না করায় বাধ্য হয়েই তাকে শিক্ষকরা শূন্য নম্বর দিয়েছেন। অন্যদিকে অভিযুক্ত ছাত্রের অভিযোগ তিনি ABVP করেন বলেই তার বিরুদ্ধে এরকম আচরণ করা হয়েছে। DUSU এর প্রাক্তন এই ছাত্রনেতার দায় এড়াতে ABVP এর তরফে জানান হয়েছে প্রদীপ তাদের সঙ্গে যুক্ত নয়। প্রদীপের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে।