১৫০০ টাকা জমা দিয়ে জিও এর 4g ফোন কিনতে আগ্রহী? তাহলে jio এর ওয়েবসাইটে গিয়ে keep me posted ব্যানারে ক্লিক করুন। নাম, টেলিফোন ,নম্বর ও ইমেল আইডি দিয়ে নথিভুক্ত করুন। জিও এর তরফে sms এ জানান হবে যে আপনি যে আগ্রহী তা তারা বুঝতে পেরেছে। ২৪ অগস্ট থেকে এই ফোন বুকিং নেওয়া শুরু হবে। আগে এলে আগে মিলবে এই ভিত্তিতে ফোন হাতে পেতে সেপ্টেম্বর হয়ে যাবে বল মনে করা হচ্ছে।