‘ITতে চাকরির নিশ্চয়তা নেই’ ,মৃত সফ্টওয়ের ইঞ্জিনিয়ারের ঘরে মিললো নোট

0
22

পুণেতে ২৫ বছরেরে সফ্টওয়ার ইঞ্জিনিয়ারের আস্বাভাবিক মৃত্যু। পুলিসের সন্দেহ আত্মহত্যা করেছে আত্মহত্যা করেছে গোপীকৃষ্ণ গুরুপ্রসাদ নামের ওই যুবক।মৃতের ঘর থেকে এক নোট উদ্ধার করেছে পুলিস। তাতে লেখা”‘ IT সেক্টরে চাকরির কোন নিশ্চয়তা নেই। আমি পরিবারের জন্য চিন্তিত।”

দামি স্মার্ট ফোন নিয়ে শপিং মলে ঘুরতে দেখা IT পেশাদাররা বোধ হয় চাকরি চলে যেতে পারে সেরকম আশঙ্কায় আগে এতটা ভোগেননি। এখন বাসে বা মেট্রোতে কানপাতলেই শোনা যায় ”আমাদের ৩ বন্ধুর মধ্যে ২ জনের চাকরি গেছে , বসেরও চাকরি চলে গেছে” এই ধরনের কথাবার্তা। জুট মিলের শ্রমিকদের অনিশ্চয়তার ছায়া ITতেও। চাকরি হারানোর যন্ত্রণা ও চাকরির হারানোর আশঙ্কা কী বস্তু তা টের পাচ্ছেন এই জগতের মানুষেরাও।

সূত্রঃ SCROLL.IN