গোরক্ষপুরে বাবা রাঘব দাস হাসাপাতেল ৬৩জন শিশুর মৃত্যু অক্সিজেনের ঘাটতির জন্য নয়। এমনটাই দাবি কেন্দ্রীয় তরফে পাঠান চিকিত্সকদের দলের। বরং গত বছরের তুলনায় এই বছর ওই হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা কম। অন্তত এমনটাই মত দলের এক চিকিত্সকের। এর পরও কি সরকারি তদন্তে আস্থা রাখতে পারবে মৃতের পরিজনরা।