ATM এ ফ্রি লেনদেনের সংখ্যা বেঁধে দিল PNB। কবে থেকে?

0
10

এবার অন্য বেশ কয়েকটি ব্যাঙ্কের পথে হেঁটে ফ্রি ATM লেনদেনের সংখ্যা বেঁধে দিল PNB। আগামী অক্টোবর মাস থেকে মাসে ৫বারের বেশি PNB এর এটিএমে লেনদেন করলে ব্যাঙ্কের গ্রাহকদের  চার্জ দিতে হবে। প্রতি লেনদেনে ১০ টাকা করে চার্জ কাটবে ব্যাঙ্ক। এক্ষেত্রে মিনি স্টেটমেন্ট নিলেও তা লেনদেন সংখ্যা হিসাবে গোনা হবে। তবে ব্যালেন্স অনুসন্ধানের বিষয়টি এর মধ্যে ধরা হবে না।এতদিন ব্যাঙ্কের নিজস্ব ATM থেকে বিনামূল্যে যতখুশি লেনদেন করতে পারতেন PNB এর গ্রাহকরা।