JIO কে টক্কর দিতে ২৫০০ টাকায় স্মার্টফোন

0
8

রিলায়েন্সের JIOকে টক্কর দিতে এবার ২৫০০-২৭০০ টাকার মধ্যে স্মার্ট ফোন আনতে চলছে এয়ারটেল। 4G VOLTE এর সুবিধাযুক্ত এই ফোন বাজারে আনতে কয়েকটি ফোন নির্মাতা সংস্থার সঙ্গে কথা চালাচ্ছে এয়ারটেল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী কালীপুজোর সময় এই ফোন বাজারে আসার সম্ভাবনা রয়েছে। ফোনের সঙ্গে জিও এর সঙ্গে পাল্লা দেওয়ার মত প্ল্যানও আনছে এয়ারটেল। ২৪ অগস্ট থেকে ১৫০০ টাকার 4G ফিচার ফোনের বুকিং নেওয়া শুরু করে জিও। যোগানের থেকে চাহিদা বেশি থাকায় অল্পদিনের মধ্যেই  ফোন বুকিং বন্ধ করে দিয়েছে জিও। মোবাইল ফোন পরিষেবার একচেটিয়াপনা গ্রাহকদের আপাত লাভ দিলেও আগামীদিনে চোখে জল আনতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।