PACL চিটিংফান্ডে জনগণের ৫০ হাজার কোটি টাকার হদিশ নেই। জরিমানা ২৪২৩ কোটি ! মানে কী!

0
14

৫০ হাজার কোটি টাকা তুলে লোপাট করে দেওয়া PACL চিটফান্ডের ৪ ডিরেক্টরকে ২৪২৩ কোটি টাকা জরিমানা করল সেবি। কিন্তু মূল আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কী হল সেই প্রশ্ন করলে তার সদুত্তর মেলা ভার। কারণ ৫০ হাজার কোটি টাকার মাত্র কয়েকশ কোটি টাকাই নাকি উদ্ধার করতে পেরেছে সেবি।প্রশ্ন উঠছে এরকম নিয়ন্ত্রণক সংস্থা থাকার মানে কী?  বছরের পর বছর ধরে PACL ৫০ হাজার কোটি টাকা চিটফান্ডের মাধ্যমে তুলে নিল তখন সেবি কর্তারা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? নাকি জেগে থেকে লাভের ঘুর খাচ্ছিলেন?