IAS পরীক্ষায় নকল করতে গিয়ে গ্রেফতার IPS অফিসার

0
5

IAS পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লেন ২০১৫ ব্যাচের এক IPS অফিসার। সোমবার চেন্নাইয়ের এক পরীক্ষা কেন্দ্র থেকে ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে গিয়ে গ্রেফতার হন  আসিফ করিম নামের ওই IPS অফিসার। আসিফ নিজেও একটি IAS পরীক্ষার কোচিং সেন্টার চালাতেন।