IPL এ ক্রিকেটারদের গরু ছাগলদের মত নিলামে চড়ানো হচ্ছে!ঃ নিউজিল্যান্ডের ক্রীড়াপ্রশাসক

0
6

ক্রিকেট কে খেলা থেকে টাকার খেলায় নামানোর জন্য IPL আগেই সমালোচনার মুখে পড়েছে। তবু করপোরেট ও মিডিয়ার যৌথ কারসাজিতে IPL এর জাঁকজমক প্রতি বছরই বেড়ে চলেছে। তাই IPL এর অন্ধকার দিকটা নিয়ে তেমন আলোচনা সামনে আসে না। এবার IPL এ ক্রিকেটারদের নিলামে চড়ানোর বিষয়টিকে অমানবিক ও অপমানজনক বলে জানিয়েছে নিউজিল্যান্ডের প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের প্রধান নিল মিলসের মতে IPL ক্রিকেটারদের গরু ছাগলের মত নিলামে চড়ানো হয়।